সর্বশেষ

6/recent/ticker-posts

শীতেও লোডশেডিং, গরম নিয়ে দুশ্চিন্তায় পাবনার মানুষ

 


তীব্র শীতের মধ্যেও পাবনায় প্রায় এক সপ্তাহ ধরে চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় লোডশেডিং হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারন মানুষ। ইরি-বোরো চাষসহ বিভিন্ন পর্যায়ে বিপর্যয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। 

দিন-রাত মিলে প্রায় ৫-৬ বার লোডশেডিং হচ্ছে পাবনা শহরসহ আশপাশের এলাকায়। জেলায় লোডশেডিংয়ের নির্ধারিত সময়সূচি ঠিক রাখতে পারছে না বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এক বা দুই ঘণ্টা করে লোডশেডিংয়ের ঘোষণা দেওয়া হলেও দফায় দফায় হচ্ছে লোডশেডিং। যখন তখন চলে যাচ্ছে বিদ্যুৎ। প্রতি ২৪ ঘণ্টায় ৭/৮ ঘণ্টা করে লোডশেডিং চলছে কোনো নিয়মনীতি ছাড়াই। শীতে লোডশেডিংয়ের এ অবস্থা দেখে সামনের গরমে কি পরিস্থিতি হবে এ নিয়ে দুশ্চিন্তায় পরেছেন পাবনার মানুষ।  

বিদ্যুৎ বিভাগের দাবি, চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় সিডিউল ঠিক রাখতে পারছে না তারা।

ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে বোরোর মাঠ তৈরির কাজ। এর ফলে বোরোর জমি তৈরি করতে একই জমিতে দুইবার করে সেচ দিতে হচ্ছে। এ কারণে অতিরিক্ত খরচ গুণতে হচ্ছে চাষিদের। এমন পরিস্থিতিতে বোরোর আবাদ নিয়ে কিছুটা উৎকণ্ঠায় পাবনার চাষিরা।

এদিকে বিদ্যুতের লোডশেডিংয়ের শিকার হয়ে ক্ষতির মুখে পড়েছেন পাবনার ক্ষুদ্র উৎপাদানশীল শিল্প প্রতিষ্ঠানের মালিকরা। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতির শিকার হচ্ছেন স্বল্প পুঁজির উদ্যোক্তারা। এমনকি অনলাইন উদ্যোক্তারাও ক্ষতির সম্মুখিন হচ্ছে। 

ঘন ঘন বিদ্যুৎ যাওয়া আসার ফলে বৈদ্যুতিক কাজে ব্যবহৃত উপকরণগুলো ব্যাপক ঝুঁকিতে রয়েছে। তবে বেশিদিন এমন পরিস্থিতি থাকবে না বলে জানান পল্লী বিদ্যুতের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ