সর্বশেষ

6/recent/ticker-posts

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পেছাচ্ছে


পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন এক বছর পিছিয়ে ২০২৪ সালের মাঝামাঝি অথবা শেষ দিকে উৎপাদনে আসতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

তবে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে আসার কথা ছিলো ২০২৩ সালের ডিসেম্বরে। 

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

সার্বিক কাজের অগ্রগতি খুবই সন্তোষজনক বলে তিনি জানান, করোনাকালে দুই বছরের মতো কাজে ব্যাঘাত ঘটেছে। তবে সেটা পুষিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে।

এ সময় তিনি জানান, এ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পেতে ২০২৪ সালের মাঝামাঝি বা ডিসেম্বর পর্যন্ত লাগতে পারে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের প্রেক্ষাপটে কাজে ব্যাঘাত ঘটবে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, কোনো ব্যাঘাত ঘটবে না। এই বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ২০০ মেগাওয়াটের প্রথম ইউনিটের কাজ ৮৭ শতাংশ শেষ হয়েছে।

২০২৩ সালের মধ্যেই কেন্দ্রটির প্রথম ইউনিটের কাজ শেষ হওয়া এবং এটি উৎপাদনের আসার কথা ছিল।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ