সর্বশেষ

6/recent/ticker-posts

ঘন কুয়াশায় ঢাকা পড়ছে পাবনার জনপদ, শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

 


আটঘরিয়া প্রতিনিধি : পাবনায় গত কয়েক দিন ধরে বেড়েই চলেছে শীতের তীব্রতা। সন্ধ্যা নামার সাথে সাথে বৃষ্টির মতো পড়ছে শীতের শিশির বিন্দু সেই সাথে উত্তরের হিমেল হাওয়া। চারিদিক নিস্তব্দ আর দিগন্ত জুড়ে ঘন কুয়াশা। হঠাৎ করেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পাবনার বিভিন্ন এলাকা। 


গত কয়েকদিন হালকা কুয়াশা থাকলেও ক’দিন ধরে বিকেল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে সকাল। কোথাও কোথাও দিনের বেলাতেও যানবাহনগুলো লাইট জ্বালিয়ে চলাচল করছে। সূর্যের দেখা না মেলায় হিমেল হাওয়ার কারণে কনকনে শীতে নাকাল হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ।


ক্রমান্বয়ে হিমেল হাওয়া ও ঘনকুয়াশায় শীতের তীব্রতাকে বাড়িয়ে তুলেছে। এতে করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন শ্রমজীবী ও কর্মজীবী মানুষ। 


অন্যদিকে শীতের তীব্রতা কাঁপন ধরিয়েছে মানুষের হাড়ে। তাপমাত্রা হ্রাস পেতে শুরু করায় শীতের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। ঘনকুয়াশা ও শীতে বিপাকে পড়ছেন ছিন্নমূল শিশুরাও। ঘন কুয়াশার কারণে বিভিন্ন ধরনের ফসল ও সবজির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।


ঘন কুয়াশায় কোন কিছু স্পষ্ট দেখা না যাওয়ার কারণে সড়ক দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ