শহর প্রতিনিধি, পাবনা : নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধিসহ নানা কর্মসুচি নিয়ে ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মাসব্যাপী প্রচার ও গণসংযোগ, হাটসভা, পথসভার অংশ হিসেবে ৯টি বাম প্রগতিশীল সংগঠনের ডাকে বুধবার (২৯ জুন) সকাল ১১টায় সাংস্কৃতিক চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় মুক্তি কাউন্সিল পাবনা শাখার সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য জাতীয় গণফ্রন্টের পাবনা জেলা কমিটির সমন্বয়ক হাসিবুর রহমান হাসু, জাতীয় মুক্তি কাউন্সিলের সদস্য মকবুল হোসেন ও পাবনা উপজেলা কমিটির সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, কৃষক খেত-মজুর সমিতির জেলা সভাপতি মাহাতাব উদ্দীন প্রমুখ।
সভা পরিচালনা করেন জাতীয় গণফ্রন্টের জেলা কমিটির সদস্য আব্দুস শুকুর। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল পাবনা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জাতীয় গণফ্রন্টের পাবনা জেলা কার্যালয়ে শেষ হয়।
সভায় বক্তারা বলেন স্বাধীনতা উত্তর দেশের মধ্যবৃত্তের একটি অংশ শাসক-শোষকশ্রেণী হিসেবে চুরি, ডাকাতি, চোরাকারবারী, কালোবাজারী, লুটপাট, ঘুষ, দুর্নীতির মাধ্যমে হাজার হাজার টাকার মালিক হয়েছে, দেশ থেকে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।
এই পাচারকারীদের টাকা দেশে ফেরত বাজেয়াপ্ত করতে হবে। ২০২২-২০২৩ অর্থ বৎসরের বাজেট জনস্বার্থ বিরোধী বাজেট নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে না বাড়ে তার ব্যবস্থা করতে হবে।
বক্তারা আরো বলেন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে এবং জ্বালানী তেল বিদ্যুতের দাম বাড়ানোর পায়তারা বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বাজারের সাথে সংগতি রেখে সরকার বে-সরকারী শ্রমিক কর্মচারীদের মজুরী নির্ধারণ করতে হবে। নিম্ন আয়ের মানুষের জন্য পুনরায় রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। বক্তারা আরো বলেন সরকার ও শাসকশ্রেণীর বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ রয়েছে এই ক্ষোভকে রাস্তায় নেমে বিক্ষোভে পরিণত করতে হবে, তা না হলে শাসকশ্রেণীকে উচ্ছেদ করে জনগণের রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
0 মন্তব্যসমূহ